ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম..?

ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম..?
বর্তমানে অনেকেই মেসেজ করে জানতে চান, ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম। আজকে এই বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করব।
????শুরুতেই একটা কথা বলি সব কিছুরই খারাপ ভালো দিক দুইটাই আছে। প্রথমে একটু আমরা খারাপ দিক গুলো সম্পর্কে জানার চেষ্টা করি।
????ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি ফেসবুক এবং গুগল এডস নিয়ে কাজ করেন। এক কথায় আপনি একজন মার্কেটার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পোডাক্ট অনলাইনে বিক্রি বাড়াতে সাহায্য করেন।
????এখন আপনি যদি আমাদের ইসলামে অবৈধ কোন পোডাক্ট মার্কেটিং করে তার সেল বাড়িয়ে দেন সেটা ১০০% হারাম। আশাকরি বুঝতে পেরেছেন।
????এবার ভালো দিক গুলো নিয়ে আলোচনা করা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বর্তমানে বাংলাদেশে অনলাইনে ব্যবসা প্রায় ৬০%। কেউ ফেসবুকে মাধ্যমে কেউ গুগলের মাধ্যমে তাদের ব্যবসার প্রচার পরিচালনা করে থাকে।
????তাহলে প্রশ্ন আসতে পারে ফ্রিল্যান্সিং হালাল হলো কিভাবে, ধরুন ই-কমার্স ব্যবসা, বিভিন্ন মধুর ব্যবসা, বিভিন্ন ফার্নিচারের ব্যবসা ইত্যাদি নিয়ে আপনি মার্কেটিং করেন যেগুলো বৈধ।
????এই ব্যবসা গুলো যদি বৈধ হয় তাহলে সেগুলো একজন ফ্রিল্যান্সার অনলাইনে মার্কেটিং করে বিক্রি বাড়ানোর মাধ্যমে তাদের মজুরি নিয়ে থাকে।
????পরিশেষে আমাদের যাদের মনে ভয় আছে হালাল নাকি হারাম আপনাদের উপদেশ দিব বড় কোন মাওলানা বা ইমামের সাথে পরামর্শ করে বিস্তারিত জানতে পারেন।
????ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Shopping Cart
Scroll to Top