ফ্রিল্যান্সিং শিখতে কেন একজন দক্ষ মেন্টর দরকার?
আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা সহজ করে তুলতে এমন একজন মানুষ প্রয়োজন, যিনি আমাদের ভুল ধরিয়ে দিবেন, আমাদের মোটিভেট করবেন আবার সব সময় আমাদের পাশে থাকবেন। এই জন্য আমাদের দরকার একজন এক্সপার্ট এবং ফ্রেন্ডলি মেন্টর।
ধরুন, ছোটবেলায় আমরা যখন ইংরেজি শব্দ বুঝতে না পেরে কেমন হতাশ লাগত আর বারবার ভুল হত? আবার সেই শব্দ যখন আমাদের ইংরেজির শিক্ষক এসে বুঝিয়ে দিতেন, তখন কঠিন শব্দটাও পানির মত সহজ হয়ে যেত। শিক্ষক বা মেন্টরের ভূমিকা এমনই, একদম জাদুকরের মতো!