অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই ঠিকই, কিন্তু তারা পোর্টফোলিও কি সেটা সঠিক ভাবে জানে না। তারা বেশির ভাগই পোর্টফোলিও বলতে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলকে বুঝেন। যা পুরোপুরি সঠিক নয়। পোর্টফোলিও হলো একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের দক্ষতা, কোয়ালিফিকেশন ও এক্সপেরিয়েন্স এই ৩টি বিষয়কে এমনভাবে হাইলাইট করা, যাতে করে যখন ১জন পটেনশিয়াল ক্লায়েন্ট এটা দেখেন তখন তিনি সে ফ্রিল্যান্সারের কাছ থেকেই সার্ভিস নিতে কনভিন্সড হন। এ কারণে পোর্টফোলিওতে শুধু প্রিভিয়াস কিছু প্রজেক্টই শো করা হয় না, বরং তার পাশাপাশি ক্লায়েন্টদের রিভিউ, নিজের ইরফরমেশন, স্টোরিটেলিং এগুলোর কম্বিনেশনেই ক্রিয়েট করা হয় ক্লায়েন্টদের মন জিতে নেওয়া একেকটা পোর্টফোলিও।

What is portfolio?

What is portfolio?
অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই ঠিকই, কিন্তু তারা পোর্টফোলিও কি সেটা সঠিক ভাবে জানে না। তারা বেশির ভাগই পোর্টফোলিও বলতে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলকে বুঝেন। যা পুরোপুরি সঠিক নয়।
পোর্টফোলিও হলো একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের দক্ষতা, কোয়ালিফিকেশন ও এক্সপেরিয়েন্স এই ৩টি বিষয়কে এমনভাবে হাইলাইট করা, যাতে করে যখন ১জন পটেনশিয়াল ক্লায়েন্ট এটা দেখেন তখন তিনি সে ফ্রিল্যান্সারের কাছ থেকেই সার্ভিস নিতে কনভিন্সড হন।
এ কারণে পোর্টফোলিওতে শুধু প্রিভিয়াস কিছু প্রজেক্টই শো করা হয় না, বরং তার পাশাপাশি ক্লায়েন্টদের রিভিউ, নিজের ইরফরমেশন, স্টোরিটেলিং এগুলোর কম্বিনেশনেই ক্রিয়েট করা হয় ক্লায়েন্টদের মন জিতে নেওয়া একেকটা পোর্টফোলিও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart