ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম..?

ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম..?
বর্তমানে অনেকেই মেসেজ করে জানতে চান, ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম। আজকে এই বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করব।
👉শুরুতেই একটা কথা বলি সব কিছুরই খারাপ ভালো দিক দুইটাই আছে। প্রথমে একটু আমরা খারাপ দিক গুলো সম্পর্কে জানার চেষ্টা করি।
🔷ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি ফেসবুক এবং গুগল এডস নিয়ে কাজ করেন। এক কথায় আপনি একজন মার্কেটার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পোডাক্ট অনলাইনে বিক্রি বাড়াতে সাহায্য করেন।
🔷এখন আপনি যদি আমাদের ইসলামে অবৈধ কোন পোডাক্ট মার্কেটিং করে তার সেল বাড়িয়ে দেন সেটা ১০০% হারাম। আশাকরি বুঝতে পেরেছেন।
🔷এবার ভালো দিক গুলো নিয়ে আলোচনা করা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বর্তমানে বাংলাদেশে অনলাইনে ব্যবসা প্রায় ৬০%। কেউ ফেসবুকে মাধ্যমে কেউ গুগলের মাধ্যমে তাদের ব্যবসার প্রচার পরিচালনা করে থাকে।
🔷তাহলে প্রশ্ন আসতে পারে ফ্রিল্যান্সিং হালাল হলো কিভাবে, ধরুন ই-কমার্স ব্যবসা, বিভিন্ন মধুর ব্যবসা, বিভিন্ন ফার্নিচারের ব্যবসা ইত্যাদি নিয়ে আপনি মার্কেটিং করেন যেগুলো বৈধ।
🔷এই ব্যবসা গুলো যদি বৈধ হয় তাহলে সেগুলো একজন ফ্রিল্যান্সার অনলাইনে মার্কেটিং করে বিক্রি বাড়ানোর মাধ্যমে তাদের মজুরি নিয়ে থাকে।
👉পরিশেষে আমাদের যাদের মনে ভয় আছে হালাল নাকি হারাম আপনাদের উপদেশ দিব বড় কোন মাওলানা বা ইমামের সাথে পরামর্শ করে বিস্তারিত জানতে পারেন।
🙏ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart